এস এম আলমগীর চাঁদ (পাবনা জেলা প্রতিনিধি ): পাবনার আমিনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সে সময় আমিনপুর আমিনপুর থানা এলাকার কাজিপাড়ায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাজিপাড়া পাবনা টু ঢাকা মহাসড়কের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে আলমগীর হোসেন (২৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।সে সময় তার কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা,১টি মোবাইল ফোন এবং ১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (২৬) সে আমিনপুর থানা এলাকার দুর্গাপুর কাজিপাড়া গ্রামের আফজাল হোসেন ফকিরের ছেলে।
কোম্পানি কমান্ডার র্যাব-১২, সিপিসি-২, পাবনা মেজর মোঃ এহতেশামুল হক খান বলেন,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।