ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনজুড়ে একাধিক রুশ সংবাদ মাধ্যমের পেজগুলোকে সরিয়ে দেয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এবার পাল্টা পদক্ষেপ নিল রুশ কর্তৃপক্ষ। দেশজুড়ে ফেসবুক এবং টুইটারে নিষেধাজ্ঞা জারি করল মস্কো সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাজর এ তথ্য জানিয়েছে।
ফেসবুকের উপর ‘বদলা’ নিতেই রাশিয়ার এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়াও যুদ্ধ সংক্রান্ত ভুয়া খবর ছড়ানোকে অপরাধ গণ্য করা হবে বলে শুক্রবার একটি বিল পাস করে মস্কো সরকার। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সংস্থায় জানিয়েছেন অনেকে।
ফেসবুকের উপর বৈষম্যের অভিযোগ এনে রস্কোমনাজর একটি বিবৃতিতে জানিয়েছে, “২০২০ সালের অক্টোবর মাস থেকেই রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ফেসবুক। এছাড়াও রাশিয়া টুডে’র মতো বিখ্যাত বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজকেও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
ফেসবুক রুশ নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘন করছে বলেও গত সপ্তাহে অভিযোগ করেছিল রাশিয়া। সূত্র: আল-জাজিরা