ইনজুরির কারনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারছেন না পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
পিঠের ইনজুরিটা বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে আফ্রিদিকে।তাই বাকি অংশে তাকে পাচ্ছে না মুলতান সুলতানস। সাবেক পাকিস্তানি অধিনায়কের জায়গায় ডাক পেয়েছেন আসিফ আফ্রিদি। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার আবুধাবিতে দলের সাথে যোগ দেবেন।
পিএসএলে শহীদ আফ্রিদি না থাকলেও আসরটির জন্য সম্পুর্ণ প্রস্তুত শাহিন আফ্রিদি। দারুণ ফিট রয়েছেন আফ্রিদির হবু জামাই শাহিন। নিজের ভেরিফাইড পেজে তার জিম করার ভিডিও ও ছবি আপলোড করে যাচ্ছেন নিয়মিত। নিজের সর্বশেষ পোস্টে লাহোর কালান্দার্সের এই পেসার লিখেছেন, ‘তৈরি আছেন?’
পিএসএলের বাকি অংশ ১ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সেদিন শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।