বাংলাদেশের সিরিজ থাকায় পিএসএলে বাংলাদেশি খেলোয়াড়দের খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সেসব শঙ্কাকে পেছনে ফেলে টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে নিলামে কেউ না কিনলেও টুর্নামেন্ট শুরুর দিনে তাকে দলে টানলো পেশোয়ার জালমি।
লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। আসরের নিলামে বাংলাদেশের বেশকিছু খেলোয়াড় থাকলেও অবিক্রীত ছিলেন সবাই। শেষ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে চুক্তি করে সাকিবকে দলে নিয়েছে পেশোয়ার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না সাকিব। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার।
পিএসএলের এবারের আসরের দ্বিতীয় দিনে আগামীকাল করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল পেশোয়ার জালমি। এ ম্যাচ থেকেই সাকিবকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে বোর্ডটি।
বিবৃতিতে তারা জানায়, সম্পূরক বাছাই হিসেবে সাকিব আল হাসানকে দলে টেনেছে পেশোয়ার জালমি। মঙ্গলবারের করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থেকেই একাদশে থাকতে পারবেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে খেলবেন সাকিব।