স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শিরোপা খোয়ায় রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে আরও একটি ধাক্কা খেতে যাচ্ছিল কার্লো আনচেলত্তির দল। কোপা দেল রে’র শেষ ষোলোর লড়াইয়ে ভিয়ারিয়ালের মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। পাল্টা তিন গোল করে শেষ ষোলোর ম্যাচটি জিতে নেয় ৩-২ ব্যবধানে।
দুই সপ্তাহ আগে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে একই মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। একই স্মৃতি ফিরিয়ে এনে এবার প্রথমার্ধেই সফরকারীদের জালে বল পাঠায় স্বাগতিকেরা। চতুর্থ মিনিটে ফরাসি মিডফিল্ডার এতিনে কাপো, আর ৪২তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল চুকুওয়ে।
এতে ফের হারের শঙ্কা নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে রিয়ালের ঘুরে দাঁড়ানোর আসল নায়ক সেবায়োস। ৫৬ মিনিটে তাকে টনি ক্রুসের বদলি নামানো হয়। এক মিনিট পরই ভিনিসিয়াস জুনিয়রকে দারুণ এক বল বাড়ান, যেটি ধরে ফাঁকায় দাঁড়িয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬৯তম মিনিটে দ্বিতীয় গোলে রিয়ালকে সমতায় আনেন এদের মিলিতাও। গোলটিতেও ছিল সেবায়োসের ছোঁয়া। স্প্যানিশ এই মিডফিল্ডারের ক্রসে হেড নেন করিম বেনজেমা। ভিয়ারিয়াল গোলরক্ষক রুখে দিলেও ফিরতি যাত্রায় বল পেয়ে গোল করেন মিলিতাও। ম্যাচে আসে ২-২ সমতা। এরপর ৮৬তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে জড়িয়ে রিয়ালকে জয়সূচক তৃতীয় গোলটি এনে দেন সেবায়োস।