1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

পুঁজিবাজারের উন্নতির স্বার্থে সব দিতে প্রস্তুত: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

পুঁজিবাজারকে জনবান্ধব হিসেবে তৈরি করার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনীতি গতিশীল করতে শক্তিশালী পুঁজিবাজার দরকার। পুঁজিবাজারের উন্নতির স্বার্থে আমরা সব দিতে প্রস্তুত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।

অর্থমন্ত্রী বলেন, গত বাজেটে শেয়ারবাজারের জন্য যা চাওয়া হয়েছিল, তার চেয়ে বেশি দেওয়া হয়েছে। আমরা কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিয়েছি, নগদ লভ্যাংশে উৎসাহিত করেছি।

আসন্ন বাজেটকে কেন্দ্র করে সবার উপকারে আসবে এমন কোনো পরামর্শ থাকলে, তা দেওয়ার অনুরোধ করেন মুস্তফা কামাল।

শেয়ারবাজার শক্তিশালী হয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারের ব্যাপকতা বৃদ্ধির কাজ চলছে। পুঁজিবাজারে এখন একটি শক্তিশালী ম্যানেজমেন্ট রয়েছে। আস্তে আস্তে এই বাজার জনবান্ধব হিসেবে নিয়ে আসব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি