টানা কয়েকদিন শেয়ার বাজারে দর পতন হচ্ছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৬৩ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির দাম।
এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে লেনদেনে ধীর গতি দেখা দিয়েছে।