চিত্রঃ টুঙ্গিপাড়া খালের উৎসমুখের পলি অপসারণ ও মুখ প্রশস্তকরণ কাজ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর টুঙ্গিপাড়া নিজ পৈত্রিক বাড়ির পাশদিয়ে প্রবাহিত টুঙ্গিপাড়া খালটি বাঘিয়ার নদী হতে উৎপত্তি হয়ে পাটগাতি হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে। যা বাঘিয়ার নদী ও মধুমতি নদীকে সংযুক্ত করেছে। এই খালটির উৎসমুখ বাঘিয়ার নদীর উত্তল বাঁকে অবস্থিত হওয়ায় জোয়ার ভাটার প্রভাবে খালটির উৎসমুখে প্রতিনিয়ত পলি পড়ে ভরাট গিয়েছিলো একইসাথে খালটির মুখ একটি ছোট নালার মতো হওয়ার কারণে খালে পানি প্রবাহ বিঘিœত হচ্ছিলো। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ এর উন্নয়ন কার্যক্রমে মনোনীত প্রতিনিধি জনাব মোঃ শহীদ উল্লা খন্দকার এর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জ দপ্তর কর্তৃক টুঙ্গিপাড়া খালটির উৎসমুখের পলি অপসারণ করা হয়। এর ফলে খালের নাব্যতা বৃদ্ধি পেয়েছে এবং খালের পানি প্রবাহ বৃদ্ধির পাশাপাশি খাল পাড়ের মানুষের দৈনন্দিন পানি ব্যবহার কার্য সহজতর হয়েছে।