ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) হারুন অর রশীদ (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বলেছেন, পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আছে। পুলিশের ওপর কেউ হামলা করে না, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পুলিশ পড়ে গিয়ে আহত হয়।
আজ রবিবার রাজধানীর বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনার সময় ডাকাত দল সক্রিয় হয়ে উঠেছিল। টাঙ্গাইল বা বিভিন্ন এলাকা থেকে আসা বাসের যাত্রীদের জিম্মি করে ডাকাতি করতো তারা। অনেক সময় যাত্রী সেজে বাসে উঠে ডাকাতি করতো।
যেখানেই অপরাধ সংঘঠিত হচ্ছে সেখানেই আমাদের অভিযান অব্যাহত। অতীতের তুলনায় অপরাধ অনেকটুকুই নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, লেজার লাইট ব্যবহার করে ট্রাক থামিয়ে ডাকাতি করতেন তারা। লেজার লাইট ব্যবহার করায় ট্রাক চালকরা পুলিশের লোক মনে করে গাড়ি থামাতেন। এরপর হুমকি-ধামকি দিয়ে ট্রাক ও মালামাল দুটোই নিয়ে যেতেন ডাকাতরা। ডাকাতি করা ট্রাক দিয়েই আবার তারা ডাকাতি করতেন।