1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

পূর্ব শত্রুতার জের ধরে রুবেল হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি: গ্রেফতার

এম রাসেল সরকার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

এম রাসেল সরকার:

বরিশালের মুলাদীতে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি আরিফকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১০)।

১৭ জানুয়ারি বুধবার র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম জানান, গত ৩ জানুয়ারি বরিশাল জেলার মুলাদীর টুমচর এলাকায় বসবাসকারী রুবেল শাহ তার স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে তাদের বাড়ির পাশে জাগরণী বাজারে বাজার করার উদ্দেশ্যে রওনা করেন। আনুমানিক সকাল ৮ টার দিকে মুলাদী থানার টুমচর এলাকার একটি পাকা রাস্তার উপর পৌঁছালে আরিফ আকনসহ ২৪ থেকে ৩৫ জন লোক পূর্ব পরিকল্পিতভাবে রুবেলের উপর অতর্কিত হামলা করে।

এসময় তারা রুবেলের স্ত্রী, মেয়ে  ছেলেকে আটকে রাখে এবং ভিকটিম রুবেলকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও রাম দা দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। একপর্যায় রুবেলের স্ত্রী ও মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে আরিফসহ অন্যান্য আসামিরা রুবেলকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে রুবেলের স্ত্রী ও সন্তানরা স্থানীয় লোকজনদের সহযোগীতায় রুবেলকে আহত অবস্থায় ভ্যান যোগে চিকিৎসার জন্য নিকটবর্তী কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত রুবেলের স্ত্রী মোছা. নার্গিস বেগম বাদী হয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরিফ আকনসহ ৩৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান,মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আরিফ আকনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৬ জানুয়ারি মঙ্গলবার  রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রুবেল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামি আরিফ আকন (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব উপ-পরিচালক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি