1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে করোনা, যা মহামারীর চেয়েও ভয়ঙ্কর’

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে। আর তাতে করে সম্পর্কে চিড় ধরা ও ভঙ্গুর এক পৃথিবীকে দেখছে সবাই, যা মহামারীর চেয়েও ভয়ঙ্কর।
গুতেরেস মিউনিখে নিরাপত্তা পরিষদের কনফারেন্সে এসব কথা বলেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ গোটা পৃথিবীতে এক্স-রে করে দিয়েছে। আর তাতে করে পৃথিবীর প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। মুখোশ উন্মোচিত হয়েছে বর্তমান পৃথিবীর। যে পৃথিবীতে সম্পর্কের চিড় ধরা ও ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও বড় হচ্ছে, জটিল হচ্ছে। অন্যদিকে এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটা নেই। বৈশ্বিক সহায়তার ভঙ্গুর দশা স্পষ্ট হয়েছে। সহযোগিতার যোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুর দশার ভয়াবহতা মহামারীকেও ছাড়িয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি