পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানি কম হওয়ায় ভারতের বনগাঁ শহরে বাড়ছে যানজট। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দলের মধ্যে আজ বৈঠক হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ আমদানি কম করছে। এতে পেট্রাপোল বন্দর এলাকার বিভিন্ন পার্কিংসহ বনগাঁ শহরে দীর্ঘদিন ধরে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে। ফলে রপ্তানির খরচ বেড়ে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। আর রাস্তায় যানজট হয়ে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরাও। তাই সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে বলা হয় দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের।
মঙ্গলবার (১৬ নভেম্বর) পেট্রাপোল-বেনাপোল বন্দরের জিরো পয়েন্টে বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
এ প্রসঙ্গে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সম্প্রতি দু’দেশের সরকারি প্রতিনিধিদের এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তারা।
তিনি জানান, আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দৈনিক ৬০০ থেকে ৭০০ ট্রাক পণ্য আমদানি করবে। আগামী ১০-১২ দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
এই বিষয়ে বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, বাংলাদেশ প্রতিনিয়ত আমদানি কম করার ফলে বনগাঁ শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। সেই কারণেই আজ বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬০০ থেকে ৭০০ ট্রাক আমদানি করার আহ্বান জানিয়েছি বাংলাদেশের প্রশাসনিক কর্তাদের কাছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে বাংলাদেশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে।