1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

‘প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে দাঁড়ানো যায় দেখব’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নীলক্ষেতে বইয়ের দোকান আগুনে পুড়ে যাওয়ার বিষয় তদন্ত করা হবে। তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে দাঁড়ানো যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নীলক্ষেতে পুড়ে যাওয়া বইয়ের দোকান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, প্রচুর বই পুড়ে ও পানিতে নষ্ট হয়ে গেছে। দোকানগুলোয় ওপরের দিকে অনেক বই গুদামজাত করা ছিল। বেশ কয়েকটা দোকান পুড়ে গেছে।

নীলক্ষেতের ফুটপাতে দোকান বসানো নিয়ে ডিএসসিসি মেয়র বলেন, এখানে আমরা একটি বড় পরিকল্পনা করছি। এখানে অনেক দোকান ও বেশ কয়েকটি মার্কেট রয়েছে। ফলে এখানে একটা বৃহৎ পরিকল্পনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, আঞ্চলিক কর্মকর্তা মেরিনা নাজনীন, নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদ সিরাজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু নাছের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি