রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জ্বালানির চাহিদা বাড়ার কারণে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি এ কথা বলেছেন।
করোনা মহামারির পর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি পুনরায় সচল হওয়াতে জ্বালানির চাহিদা বেড়েছে। ২০১৪ সালের নভেম্বরের পর যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন, তেলের দাম আরও বাড়তে পারে। প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার হতে পারে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তিনি বলেছেন, রাশিয়া ও অপর তেল উৎপাদনকারী দেশ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে বাজারকে স্থিতিশীল করতে।
পুতিন বলেন, রাশিয়া ও ওপেক প্লাস গোষ্ঠীতে আমাদের অংশীদাররা তেলের বাজার স্থিতিশীল করতে সম্ভাব্য সবকিছু করছে। দাম যাতে একেবারে শিখরে না পৌঁছায় সেই চেষ্টা করছি আমরা। নিশ্চিতভাবে এমনটি চাই না। এতে আমাদের স্বার্থ নেই।
এই মাসের শুরুতে ওপেক প্লাস কয়েকটি দেশের চাপের পরও তেলের উৎপাদন না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে নিয়মিত গোষ্ঠীটি আলোচনায় বসে।