আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এদিকে, গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ জন তাদের প্রত্যাহার করেন। প্রত্যাহারের পর বৈধ প্রার্থী দাঁড়ায় ১ হাজার ৮৯৬ জনে। এছাড়া নির্বাচনে অংশ নিচ্ছে মোট ২৭টি দল।
নানা নাটকীয়তার পর গতকাল রোববার শরীকদের ৩২টি আসন ছাড় দিয়ে ভোটের মাঠে আসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৮টি আসনে দলটি প্রার্থী মনোনীত করলেও বর্তমানে ২৬৯জন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ১৪ দলীয় জোটের ৬ জন প্রার্থী নৌকায় নির্বাচন করবেন।
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপাকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। ২৫টি আসনে জাপার প্রার্থীদের কারণে নৌকার মনোনীত প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগ। জাপার এই ২৬ জন প্রার্থী দলটির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।