1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে বিএসপির শুভেচ্ছা ও অভিনন্দন

জাতীয় অর্থনীতি ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা টানা চারবার সরকার গঠন ও পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। গত ৭ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে একটি অবাধ, সুষ্ঠু ও  অংশগ্রহণমূলক,  নির্ভেজাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার উপর আস্থা ব্যক্ত করে। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে দেশ-বিদেশের অভূতপূর্ব প্রশংসা বয়ে আনে। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ মনে করে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করায় তার জাতির প্রতি দায়-দায়িত্ব বহু গুণে বেড়ে গেছে। সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি, নিরাপত্তা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হ্রাস, মূল্যস্ফীতির সমতা সহ অর্থনীতিকে সচল গতিতে ফিরিয়ে আনার প্রত্যাশা করে।একইসঙ্গে সংবাদ পত্র শিল্পের বিদ্যমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিবেন বলে বিএসপি প্রত্যাশা করে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থাস্থ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি