গাইবান্ধায় সঙ্গীতশিল্পী, কলাকুশলী,কবি সাহিত্যিকসহ সংস্কৃতিকর্মীদের মধ্যে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথম দফায় ৫০ জনকে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জেলার মোট ৪৮৬ জনের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার ১৯৬ জন সংস্কৃতিকর্মী এ অনুদান পান। এরমধ্যে শনিবার জেলা প্রশাসকের কাছ থেকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন জেলা শহরের আমিনুল ইসলাম খোকন, ফারুক হোসেন সেলু, দেবাশীষ দাস দিপু, শিরিন আক্তার ও মাধবী সরকারসহ ৫০ জন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রাফিউল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, জান্নাতুল ফেরদৌস উর্মি, মৌমিতা গুহ ইভা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গাইবান্ধা জেলার সঙ্গীতশিল্পী, কলাকুশলী, কবি-সাহিত্যিকসহ সংস্কৃতিকর্মীদের মধ্যে ৪৮৬ জনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের টাকা বরাদ্দ পাওয়া গেছে। তালিকায় অন্তর্ভুক্ত সকলকে তাদের নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে চেক গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।