খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়নে তিনি যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। নারীদের তিনি মর্যাদার আসনে বসিয়েছেন।
আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মলনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের কথা ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে।
তিনি বলেন, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। আগামীকাল রোববার (১৬ জুলাই) থেকে এই চাল বিতরণ শুরু হবে।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি এবং ৩০ টাকায় ওএমএসের চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার। যাতে নিম্নআয়ের জনগণ কষ্ট না পায়।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. পারভিন আক্তার।
নিয়ামতপুর উপজেলা মহিলা লীগের সভাপতি নাদিরা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।