বরিশাল সিটি কর্পোরেশনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ৩০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত পেয়েছেন ২১,৩৭২ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৬,৫৩৪ ভোট।
আজ সোমবার বিকাল ৫টা ৩৭ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ বরিশাল সিটির ১২৬টি কেন্দ্রে ইভিএম মেশিনে এই ভোট হয়। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।