রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
কিন্তু পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসায় তাকে “অহংকারী” আখ্যা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।
তার বিদ্রোহের নিন্দা করে রমজান কাদিরভ বলেছেন, এটি “বিপজ্জনক পরিণতি” বয়ে আনতে পারে।
ওয়াগনার নেতা বিদ্রোহ বাতিল ঘোষার পর টেলিগ্রামে এক পোস্টে চেচেন নেতা আরও দাবি করেন, প্রিগোজিন তার অসফল ব্যবসায়িক চুক্তির শৃঙ্খলে বিরাজমান “ক্ষোভ” থেকে এই কাজ করেছেন।
দক্ষিণ রাশিয়ান প্রজাতন্ত্রের নেতা কাদিরভ বলেন, তিনি এর আগেও ওয়াগনার গ্রুপের নেতাকে তার সমস্যাগুলো দূর করার পরামর্শ দিয়েছিলেন।
“আমি প্রিগোজিনের সাথে কথা বলেছিলাম, তাকে তার ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার এবং সেগুলোকে জাতীয় গুরুত্বের বিষয়গুলোর সাথে না মেশানোর অনুরোধ করেছিলাম। আমি ভেবেছিলাম যে তিনি আমার কথা শুনেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে এই ক্ষোভ বেড়ে গেছে।” সূত্র: বিবিসি