1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

প্রেসব্রিফিংয়ে ঝিনাইদহের সিভিল সার্জনঃ কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এ বছরও এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮৩ হাজার ৫ শত ৩৭ জন কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গতকাল দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ এ সব তথ্য জানান। তিনি বলেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধকল্পে ঝিনাইদহের ৬ উপজেলায় ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১ ডোজের এইচপিভি টিকা দেয়া হবে। ক্যাম্পেইনের আওতায় প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমশ্রেণির ছাত্রীদের এবং পরবর্তি দুই সপ্তাহে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাফি সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা আব্দুর রহমান ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, এবং যুগ্ম সম্পাদক লালন মন্ডল,ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি