1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

প্রেস কাউন্সিল সদস্য মনোনয়ন আইন ও বিধির ব্যত্যয় ঘটছে

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম পর্ষদ মনোনয়নে বিধিবদ্ধ রীতিনীতি মানা হয়নি। অনিবন্ধিত সংগঠনের প্রতিনিধিদের মনোনয়ন দেয়া হয়েছে।। একই সাথে কোন সম্পাদকীয় সংগঠনের সাথে জড়িত নন এমন ব্যক্তিকে ও মনোনয়ন দেয়া হয়েছে। অপরদিকে  প্রিন্টিমিডিয়ার সাথে দু’যুগের ও বেশী সময় সম্পৃক্ত নন এমন ব্যক্তিকেউ মনোনয়ন দেয়া হয়েছে।

অথচ দেশের সবচেয়ে প্রাচীন পত্রিকা মালিকদের সংগঠন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের লাইসেন্স প্রাপ্ত সংগঠন  বাংলাদেশ সংবাদ পত্র পরিষদ বিএসপি  থেকে কোন সদস্যকে মনোনয়ন দেয়া হয়নি। একই আইনের অধীনে গত কাউন্সিল এবং আগের কাউন্সিলে বিএসপির দু’জন সদস্য ছিল।

অন্যধিকে সরকার বিরুধী গুটি কয়েক পত্রিকার সংগঠন নোয়াবের দুজন সদস্যকে মনোনয়ন দেয়া হয়েছে। প্রেস কাউন্সিল  আইনও বিধি  মোতাবেক  কাউন্সিলের সদস্য মনোনয়নের এখতিয়ার ও ক্ষমতা কেবলমাত্র কাউন্সিল চেয়ারম্যানের। কাউন্সিল গঠন পক্রিয়া চেয়ারম্যান বিভিন্ন সংগঠন ও বিভাগ থেকে কাউন্সিল সদস্য মনোনয়ন আহবান করবেন। সংশ্লিষ্টদের সংগঠন ও বিভাগ থেকে কাউন্সিলে নামের তালিকা পাওয়ার পর কাউন্সিলের চেয়ারম্যান যাচাই বাচাই করে  কাউন্সিল সদস্য নির্বাচন করে চুড়ান্ত করবেন। সে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠাবেন। মন্ত্রণালয় সেতালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।  গত ৫২ বছর ধরে  এনিয়মেই কাউন্সিল পর্ষদ গঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এবার  কাউন্সিল মনোনয়নে আইন ও বিধির ব্যত্যয় ঘটানো  হয়েছে। তথ্য ওসম্পচার মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তা । কাউন্সিল চেয়ারম্যান সংবিধিবদ্ধ  ভাবে সকল নিয়ম নীতি  অনুসরণ করে চুড়ান্ত সদস্য মনোনয়নের তালিকা  তৈরি করে  মন্ত্রনালয়ে শীর্ষ কর্মকর্তার নিকট  উপস্হাপন করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে  মন্ত্রনালয়  কাউন্সিল চেয়ারম্যান এর তালিকা  রদবদল করে পছন্দমত  সদস্য মনোনয়ন করে কাউন্সিল চেয়ারম্যান কে চুড়ান্ত তালিকা তৈরি করে মন্ত্রনালয়ে পাঠানোর কথা বলেন। কাউন্সিল চেয়ারম্যান মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তার মতামত  অনুযায়ী  কাউন্সিল সদস্য মনোনয়ন চুড়ন্ত করে পঠান। সেটি মন্ত্রনালয় প্রধানমন্ত্রী কাছে প্রেরন করেন।

কাউন্সিল চেয়ারম্যান  কতৃক মনোনয়ন দেয়া সদস্যরা এতে ক্ষুব্ধ হন। তাদের অনেকের দাবি যেহেতু ২১তম কাউন্সিল  পূর্ণাঙ্গ  হয়নি। জাতীয় সংসদ থেকে দ’জন মনোনয়ন দেয়া হবে। সেহেতু কাউন্সিল পুর্নগঠনের সুযোগ আছে। সেসুযোগে কাউন্সিল গঠনে আগে যে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে  সেটি সংশোধন পুর্বক আইনগতভাবে যারা সদস্য হতে বঞ্চিতা হয়েছে  তাদেরকে সদস্য করে  নতুন করে কাউন্সিল গঠনের আহবান জানান ক্ষুব্ধ সদস্যগন। নতুন মন্ত্রী নিশ্চয়ই  অতীতের অনিয়মের ও আইনের ব্যত্যয় যেটা ঘটেছে। সেখানে পদক্ষেপ নিবেন বলে ক্ষুব্ধ সদস্যগন মনে করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি