1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

ফটিকছড়ির ঈছাপুরী দরবার শরীফের আতাউর রহমান ঈছাপুরী (রঃ)’র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ বেলাল উদ্দিন ফটিকছড়ি (চট্টগ্রাম): ফটিকছড়ির নানুপুর ইছাপুরী দরবার শরীফে গাউছে মোকাররম আব্দুস সালাম ইছাপুরী রহমাতুল্লাহি আলাইহির শাহজাদা ও খলিফা, গাউছে জামান আতাউর রহমান ইছাপুরী রহমাতুল্লাহি আলাইহির চতুর্থ বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। (১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার ওরশ শরীফ উপলক্ষে হযরত আতা-উর রহমান ঈছাপুরী (রহ)র আওলাদগনের পক্ষ থেকে দিন ব্যাপী নানান কর্মসূচি পালিত হয়েছে। সকালে খতমে কোরআন, খতমে হিজবুল আজম, আজান কেরাত ও নাতে মোস্তফা বিষয়ে ১৫ টি মাদ্রাসা নিয়ে শিশু কিশোর প্রতিযোগিতা এবং মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিশেষ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন মাওলানা সালে সুফিয়ান ফরহাদাবাদি মাইজভাণ্ডারী। প্রতিযোগিতা শেষে আলোচনায় প্রতিযোগী ছাত্রদের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য অলি বুজুর্গদের জীবন কর্ম সাধনার উপর অনুশীলনের পরামর্শ দেন সাজ্জাদানশীন শাহজাদা প্রফেসর ডাক্তার এসএমএ এরফান। শাহজাদা এরশাদ উল্লাহ সুলাইমান ফরমান বলেন, আমাদের সবাইকে আহলে সুন্নাহ বিরোধী আকিদা থেকে আত্মরক্ষার জন্য বিশেষ হেকমত অবলম্বন করতে হবে। পরিশেষে প্রতিযোগীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। বাদে মাগরিব হতে শুরু হয় আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল। মাওলানা শামশুল আলম হেলালী ও ইঞ্জিনিয়ার জুলফিকার হোছাইন বাপ্পির সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী। বিশেষ বক্তা ছিলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন আক্তার। সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ আমানুল্লাহ আহসান ইছাপুরী (ম.জি.আ.) জায়েরীনদের কল্যান ও সুন্নিয়তের ঐক্য কামনা করেন। সর্বশেষ সাহেবজাদা সৈয়দ ইমতিয়াজ সালাম জামির পরিচালনায় অনুষ্ঠিত ছেমা মাহফিল শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন সাজ্জাদান হুসেন শাহজাদা ফকির ইমরান শাহ। ওরশ শরীফে ঢাকার নরসিংদী সহ দেশের বিভিন্ন এলাকা হতে ভক্ত আশেকান অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি