মোহাম্মদ বেলাল উদ্দিন, ফটিকছড়ি চট্টগ্রাম: অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০০ ঘটিকায় ফটিকছড়ি উপজেলার হেয়াকো বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদসহ বিভিন্ন প্রকার সনদ জালিয়াতির গুরুতর অভিযোগে মো. রাসেল(২৫), পিতা- মৃত মোস্তফা মিয়া, (ঠিকানা- সিকদারখিল, হেয়াকো, থানা-ভুজপুর) নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
এসময় ধৃত ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, পাসপোর্টসহ বিভিন্ন প্রকার সনদ পাওয়া যায়। পরবর্তীতে ধৃত মো. রাসেল জানান তিনি তার কম্পিউটারের দোকান হতে এলাকার নাগরিকদের বিভিন্ন প্রকার সনদের আবেদন করে দেন। এছাড়া অনেক ক্ষেত্রে একজনের কাগজপত্র ব্যাবহার করে অন্যজনের সনদও প্রদান করেন, কোনো ক্ষেত্রে রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের চুক্তি করেন। তার হাতে থাকা মোবাইল ফোন এবং কম্পিউটার পরীক্ষা করে বিভিন্ন ব্যাক্তির সাথে যোগাযোগ এর প্রমান পাওয়া যায়
ধৃত মো. রাসেল মোবাইল কোর্টের নিকট অপরাধ স্বীকার করায় এবং এর দরুন সরকারি বিভিন্ন আদেশ, পরিপত্র, বিজ্ঞপ্তি উপেক্ষা করে সরকারি বিভিন্ন কাজের বাধা বিঘ্ন সৃষ্টি করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কারাপরোয়ানামূলে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়।