1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

ফরাসি ওপেনের শুরুতেই নাদালের দাপট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ফরাসি ওপেনের শুরুটা দাপটের সঙ্গে করেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
সোমবার রোলাঁ গাঁরোয় নাদাল জেতেন ৬-২, ৬-২, ৬-২ গেমে। প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের কোন্তাঁ মুতের বিপক্ষে।

এদিকে মেয়েদের এককে দাপুটে জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। ইউক্রেইনের লেসিয়া সুরেঙ্কোরকে ৫৪ মিনিটেই ৬-২, ৬-০ গেমে হারিয়ে দেন তিনি।

আরেক ম্যাচে প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ তারকা এমা রাডুকানু। ফরাসি ওপেনে অভিষেকে চেক রিপাবলিকের ১৭ বছর বয়সী লিনদা নোসকোভার বিপক্ষে তিনি জেতেন ৬-৭ (৪-৭), ৭-৫, ৫-১ গেমে।

টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। তবে প্রথম রাউন্ডে হেরে গেছেন গত আসরের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নাওমি ওসাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি