কোভ্যাক্স’র এক লাখ ডোজ ফাইজার টিকা দেশে আসবে আজ। রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে এ ভ্যাকসিন।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান। তিনি জানান, কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা ও আনুষঙ্গিক উপকরণ রাতেই দেশে পৌঁছাবে। তবে এই টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদফতর জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয়। ওষুধ প্রশাসন থেকে এখন পর্যন্ত দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকা অনুমোদন দিয়েছে। এর আগে অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি। আর গত মঙ্গলবার থেকে চীনের টিকা দেওয়া শুরু হয়েছে।