টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের লড়াই শেষ। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।আগামীকাল অ্যাডিলেডে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।
এই শক্তিশালী চার দল থেকে ফাইনালে কে কার মুখোমুখি হবে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘণ্টা। তবে ক্রিকেটপ্রেমিরা বলছেন, অসাধারণ পাকিস্তান দলের পেস আক্রমণ। অভিজ্ঞ ও ম্যাচ জেতানো ব্যাটসম্যান ও বোলার আছে তাদের হাতে। ফাইনালে নিখুঁত একটি ম্যাচ উপহার দিতে চান তারা। তাই আজকের ম্যাচটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন পাকিস্তান দল।
এদিকে নিউজিল্যান্ডও ফাইনালের আশায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে।খেলায় বিন্দুপরিমাণ ছাড় না দিতে সকল প্রস্তুতিও নিয়েছেন কিউইরা।খেলার ফলাফল যে কোনো দিকে যেতে পারে।
তবে আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাবর আজমদের। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে হেরে আসর থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে থাকা দলটি ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও বাংলাদেশকে হারিয়ে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে সেমিফাইনালে ওঠার ভাগ্য খুলে যায় পাকিস্তানের।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তিতে নেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দলের সবচেয়ে বড় দুই ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ফর্মে নেই। চোট থেকে ফেরা শাহিন আফ্রিদি নিজেকে শতভাগ ফিরে পাননি। তবে সেমিফাইনালেই দলের সেরা তারকারা জ্বলে উঠবেন বলে মনে করে পাকিস্তান ।
পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আইসিসি টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক সফলতার মুখ দেখেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে শেষ ৪টি বিশ্বকাপের সবগুলোতে সেমিফাইনাল খেলেছে তারা। চলতি বিশ্বকাপে দলটি দাপটের সাথে ক্রিকেট খেলেছে ব্যাটে-বলে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু করে পাঁচ ম্যাচের তিনটিতেই জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কিউইরা।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পর ২০২১ সালের টুর্নামেন্টের ফাইনালে ওঠে তারা। এবার আরেক ধাপ এগিয়ে শিরোপা জয় করতে মুখিয়ে কেইন উইলিয়ামসনের দল।
তাই প্রশ্ন থেকেই যায় কে যাচ্ছে ফাইনালের মাঠে পাকিস্তান নাকি নিউজিল্যান্ড।