রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড চট্টগ্রামের বারআউলিয়া হাইওয়ে থানার কম্পাউন্ডে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আয়োজনে হাইওয়ে পুলিশ পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন নিরাপদ এবং যানজটমুক্ত রাখার লক্ষে পরিবহন মালিক শ্রমিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুর একটায় পরিবহন মালিক শ্রমিক,শিল্পপ্রতিষ্টান প্রতিনিধি কমিউনিটি নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।অ্যাডিশনাল ডিআইজি বলেন,মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি পেলেই সড়ক আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।এডিশনাল এসপি মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআই শহীদ,টিআই আশরাফ,বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র,কুমিরা হাইওয়ে থানার ওসি হাকিম,জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল।উক্ত মতবিনিময় সভায় নানান শ্রেণী পেশার মানুষের সম্বিলিত প্রচেষ্টায় সড়ক যানজটমুক্ত নিরাপদ ঈদ যাত্রা এটাই প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।