1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

ফিনল্যান্ডে ন্যাটোর ৩ যুদ্ধজাহাজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ফিনল্যান্ডের নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিতে দেশটির টুরকু বন্দরে পৌঁছেছে ন্যাটোর তিনটি যুদ্ধজাহাজ। সোমবার এগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরটিতে পৌঁছায়। এমন সময় এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ন্যাটোতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে হেলসিংকি।

ফিনল্যান্ডের প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানায়, ন্যাটোর পক্ষ থেকে আসা যুদ্ধজাহাজগুলোর মধ্যে রয়েছে লাটবিয়ার এলভিএনএস ভারসাইটিস, এস্তোনিয়ার মাইনহান্টার ইএনএস সাকালা ও নেদারল্যান্ডসের এইচএনএলএমএস স্কেইডাম। ফিনল্যান্ডের উপকূলী বহরের দুটি মাইনহান্টারের সঙ্গে মহড়ায় অংশ নেবে যুদ্ধজাহাজ তিনটি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুই দিনের মহড়াটি ২৮ এপ্রিল শুরু হবে। ২০২২ সালে ন্যাটোর রেসপন্স বাহিনীতে যোগদানের জন্য ফিনল্যান্ডের যুদ্ধজাহাজ দুটিকে প্রস্তুত করা হবে এই মহড়ায়।

১৩ এপ্রিল ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে তার দেশ সিদ্ধান্ত নেবে। এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

ফিনল্যান্ড ও দেশটির প্রতিবেশী সুইডেন ন্যাটোর ঘনিষ্ঠ অংশীদার। কিন্তু এখন পর্যন্ত ৩০ দেশের জোটে তারা যোগ দেয়নি। ১৯৪৯ সালে শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলায় ন্যাটো জোট গড়ে তোলা হয়।

ফিনিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, ন্যাটোতে যোগদানের বিষয়টি সতর্কভাবে পর্যালোচনা করা হবে। কিন্তু ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর সবকিছু বদলে গেছে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩০০ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি