ফুটবলকে বিদায় জানালেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ওয়েলস কিংবদন্তি গ্যারেথ বেল। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে ফুটবল থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড ও ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লালিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন।
৩৩ বছর বয়সী বেল সাউদাম্পটন, টটেনহ্যাম, রিয়াদ মাদ্রিদ এবং লস অ্যাঞ্জেলেস এফসির মতে ক্লাবের হয়ে বিশ্ব মাতিয়েছেন।
২০০৬ সালের ২৭শে মে তারিখে, মাত্র ১৬ বছর ১০ মাস ১১ দিন বয়সে ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ওয়েলসের হয়ে বেলের অভিষেক হয়। আন্তর্জাতিক ফুটবলে ওয়েলসের হয়ে ১০৬ ম্যাচে ৪০ গোল করেছে বেল।