ফুটবলার হওয়ার স্বপ্ন তার। কিন্তু ইট-পাথরের এই শহরে পছন্দমতো খেলার মাঠ পাওয়া ভার। তার ওপর রয়েছে লেখাপড়ার চাপ। তাই পছন্দের মাঠে খেলার সুযোগ বের করতে বাসা থেকেই পালিয়ে গেল কিশোরটি। কাজ নিল একটি খাবারের হোটেলে। তবে শর্ত একটাই, হোটেলের পেছনের খেলার মাঠে প্রতিদিন বিকেলে নিয়ম করে খেলতে দিতে হবে।
ওই কিশোরের পরিকল্পনা অবশ্য বেশি দূর এগোয়নি। কেবল এক রাত কেটেছে হোটেল কর্মচারীদের সঙ্গে। ২৪ ঘণ্টা না পেরোতেই পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে মা–বাবার কাছে।
১৪ বছরের এই কিশোর রাজধানীর একটি বিদ্যালয়ের ইংরেজি মাধ্যমের অষ্টম শ্রেণির ছাত্র। থাকে মা–বাবার সঙ্গে এলিফ্যান্ট রোডের একটি অ্যাপার্টমেন্টে। বিকেলে খেলার জন্য ছুটি মেলে। তবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মাঠে খেলে মন ভরে না। তার দরকার আরও বড় আর সুন্দর মাঠ।
ছেলেটির বাবা একজন আইনজীবী, মা সরকারি কর্মকর্তা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুজনই কর্মস্থলে যান। সন্ধ্যায় বাসায় ফিরে ছেলেকে না পেয়ে তাঁদের মাথায় হাত পড়ে।