ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সাম্প্রতিক সময়ে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো জানান, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এবং ৩৫০ কিলোমিটার পরিভ্রমণ শেষে দূরে গিয়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। এর ছয় মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে বলে জানান তোশিরো ইনো।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মুনচেন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘মারাত্মক উসকানি’ যা আঞ্চলিক শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করছে।
সিউল আরও জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়িয়ে দেওয়াটা ইঙ্গিত দেয়, ২০১৭ সালের পর দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করায় আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি।
ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর আগে গত দুই সপ্তাহে ছয় দফা ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরেই পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।