চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া মেয়ে নবজাতককে দত্তক পেতে আগ্রহ প্রকাশ করেছেন দুই শতাধিক মানুষ। গত রোববার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের জন্ম দেন এক নারী। এরপর নবজাতককে ফেলে চলে যান তার মা ও স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার এক নারী হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টা পর নবজাতকের মা এবং সঙ্গে আসা দুজন নারী নবজাতককে ফেলে চলে যান।
ঘটনাটি জানাজানি হলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ নবজাতককে তাঁর কার্যালয়ে নিয়ে যান। নবজাতককে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সারা দিন ইউএনওর কার্যালয়ে সশরীর হাজির হয়ে এবং অনেকে মুঠোফোনে যোগাযোগ করে নবজাতককে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত দুই শতাধিক মানুষ নবজাতককে দত্তক নিতে যোগাযোগ করেছেন। নবজাতককে হাসপাতালের এক কর্মীর কাছে রাখা হয়েছে। সে সুস্থ আছে।