র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় আলোচিত ছিলেন সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম। পদোন্নতিবঞ্চিত হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। আর ওই পোস্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ এনে তাঁকে লঘুদণ্ড দেওয়া হয়েছে।
২৭তম বিসিএসের কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সারওয়ার আলমকে দণ্ড দেওয়ার আদেশে বলা হয়, সারওয়ার আলম গত বছর ৮ মার্চ তাঁর ফেসবুক আইডিতে ‘চাকরিজীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তাঁদের বেশির ভাগ চাকরিজীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়’ বলে মন্তব্য করেন।