1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘শয়তান’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

লিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত হরর ঘরানার ছবি ‘শয়তান’ মুক্তি পায় শুক্রবার (৮ মার্চ)। প্রথম দিনেই বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে ছবিটি। সপ্তাহ শেষেও সেই দাপট অব্যাহত রেখে এবার ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই ছবি।

প্রথম ৭ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১০৪ কোটি রুপি।

যার ভেতর শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপি! মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে ‘শয়তান’ ১৪.৭৫ কোটি রুপি আয় করে।

ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরামা স্টুডিওস।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ ছবিটি। এটি গুজরাটি ছবি ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি