শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার সময় শেরপুর উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া- ৫ শেরপুর ধুনটের আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী।এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শিল্পী রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা), বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, অধ্যক্ষ মো. রহুল আমিন, সুঘাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ প্রমুখ।