জসিম উদ্দীন, কক্সবাজার :
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৭ মার্চ সকালে পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জয়বাংলা বাহিনী’৭১ প্রধান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার আহসানুল হক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) নাসিম আহমদ ও জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন।
সবশেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান (লাইভ) বড় পর্দায় দেখানো হয়।