‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সোনার মানুষ হবে। তোমরা বিশ^ নাগরিক হবে। মানবিকতা দিয়ে খুবই উচ্চ মানের মানুষ হবে। বর্তমান সরকারের আমলে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। প্রয়োজনে আরো বিনিয়োগ করা হবে।
গতকাল সোমবার (১৪) মার্চ রাত ৮টা ৪৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন। তিনি শিক্ষাার্থীদের আরো বলেন, লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোখলেছুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ গোলাম ফারুক।