গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোকাম্মেল হোসেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বক্ষর করেন।
এরপর দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাত করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এদিন দুপুর ২ টার দিকে নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. আব্দুল বাতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র মাইনুল ইসলাম আপুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।