মো : মহসিন, উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ, নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্তদের মাঝে জরুরী ঔষধ বিতরণ করা হয়।
নেতা-কর্মীগণ বন্যার্তদের খোঁজ-খবর নেন। সকলকে ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখতে বলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতা-কর্মীরা সকল বিপদে তাদের পাশে আছে এবং থাকবে এ প্রত্যয় ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ড আমীর, মাওলানা ফখরুদ্দিন। আরো উপস্থিত ছিলেন মো সোহেল রানা, খন্দকার ফিরোজ, সাইফুল ইসলামসহ আরো অনেকে।