1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

বন রক্ষা করতে হলে মাঠ পর্যায়ে শূন্য পদ পূরণ করতে হবে : বনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

বন রক্ষা করতে হলে মাঠ পর্যায়ে সব শূন্য পদ পূরণ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ ঘনবসতি দেশ হওয়া সত্ত্বেও আমরা এখন পর্যন্ত বন সুরক্ষা করতে পেরেছি।

এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। মাঠ পর্যায়ে আমাদের কর্মীর অভাব হলে, শূন্য পদ পূরণ করতে হবে।

সোমবার (২১ মার্চ) দুপুরে রাজধনীর আগারগাঁও বন ভবন হৈমন্তি মিলনায়তনে ‘আন্তর্জাতিক বন দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার। ’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সরকারের একার পক্ষে বন রক্ষা করা সম্ভব নয়। বন সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার সমর্থন নিয়ে আমরা বন রক্ষা করতে পারবো। তাহলে আমাদের কেউ আঘাত করতে পারবে না। জেলা পর্যায়ে যে সভা হবে সে সময় আপনাদের সমস্যার কথা উপস্থাপন করবেন। আমরা বনকে আরও উন্নত করতে চাই। বন রক্ষা করতে হলে বনের খালি জায়গা গুলোতে আরও গাছ লাগাতে হবে।

আদিবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বনে যেসব আদিবাসীরাও বসবাস করেন তাদের গাছ রক্ষা করতে হবে। আদিবাসী হিসেবে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। যদি তারা বন ধ্বংস করে তাহলে তারাও আদিবাসীত্ব হারাবেন। তাদের প্রতি আমার অনুরোধ তারা যেন বনের কোনো ক্ষতি না করে। বনে তারা যেন আদিবাসী হিসেবে থাকে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি