বরগুনা জেনারেল হাসপাতালে কোভিড -১৯ ভ্যাকসিন পাচ্ছেন না নিবন্ধনকারীরা। হাসপাতালে ২০ মে থেকে ভ্যাকসিন নিতে এসে নিবন্ধনকৃত নারী-পুরুষ ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ নিয়ে ফেরত যাচ্ছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সোহরাব উদ্দীন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হাসপাতালে চাহিদা পূরণ করতে আমরা পারছি না। নিবন্ধিত এখনো অনেকে প্রতিদিন এসে ফিরে যাচ্ছেন। তবে ভ্যাকসিন এলে নিবন্ধনকারীদের তারিখ এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।’
এদিকে, বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২ হাজার ৮ শ’৭৩ জনের নমুনা পাঠানো হয়েছে এর মধ্যে ৬ জুন পর্যন্ত ১২শ’৯৭ জনের পজিটিভ এসেছে। এছাড়াও নিবন্ধিত প্রথম এবং দ্বিতীয় ডোজের ২,৮,১৩ জন এখনো ভ্যাকসিন পায়নি।
তবে হাসাপাতাল ব্যতীত আমতলি, বেতাগী, বামনা ও পাথরঘাটায় ভ্যাকসিনের কাজ চলছে। সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, ‘দুই হাজারের মত ডোজ রয়েছে। ৪টি উপজেলায় কোভিড ভ্যাকসিন নিবন্ধনকারীদের দেওয়া হচ্ছে। যতক্ষন ভ্যাকসিন থাকবে ততোক্ষণ চাহিদা পূরণ করা যাবে। এরপর আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী ভ্যাকসিন না আসা পর্যন্ত।’