স্টাফ রিপোর্টার, বরিশাল: সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতির সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালীন অবস্থায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড মারলে আন্দোলনরত শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুড়তে থাকে। এতে রণক্ষেত্রে পরিনত হয় পুরো এলাকা। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড মারলে আন্দোলনরত শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুড়তে থাকে। এতে রণক্ষেত্রে পরিনত হয় পুরো এলাকা।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা টায়ার এ অগ্নিসংযোগ করে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বলে। তারা সড়ক না ছাড়লে পুলিশ কাদানি গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। এতে বরিশালের উপ পুলিশ কমিশনার আশ্রাফ আলী ভুইয়া গুরুতর আহত হয়।হামলার স্বীকার হন বেশ কয়েকজন সংবাদকর্মী।
শিক্ষার্থীরা জনান,তারা যৌক্তিক দাবি তুলে আন্দোলন করছে। সেখানে তাদের উপর হামলা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেনা বলে জানান শিক্ষার্থীরা।