বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ‘ইভিএম ট্রাবল শুটিং’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইভিএম বিশেষজ্ঞ নির্বাচন কর্মকর্তারা এই প্রশিক্ষণ প্রদান করেন।
বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সি জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোট চলাকালে যে কোন প্রযুক্তিগত সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান করবে টেকনিক্যাল প্রশিক্ষকরা। প্রতিটি কেন্দ্রে একজন করে টেকনিক্যাল প্রশিক্ষক থাকবেন। এর আগে ৮৬ জনকে ইভিএম বিষয়ক ট্রেনিং দেয়া হয়েছিলো। সব শেষ ৫০ জনকে এবার ৩ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।