বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী (হাত পাখা) সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে ধরার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের শরীরে আঘাতের চিহ্ন ও দাঁতে রক্ত দেখেছি। হামলার বিষয়ে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবাে।
এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসে হাতপাখার প্রার্থীর ওপর হামলার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেনের কাছে কে বা কারা কীভাবে হামলা করলো সে বিষয়ে জানতে চান পুলিশ কমিশনার।
নির্বাচনের কেন্দ্রে বাইরের লোক থাকার বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, সবাইকে সরিয়ে দিচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।