1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশের আম-আলু আমদানিতে ইরাকের আগ্রহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২

ইরাক বাংলাদেশের আম ও আলুসহ বিভিন্ন মৌসুমি সবজি আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক এর সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় অবস্থিত ইরাকের রাষ্ট্রদূত আব্দুল সালাম মোহিসেন।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, এক সময়কার সেক্যুলার আরব রাষ্ট্র ইরাক বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র ছিল। মুক্তিযুদ্ধের সময় তারা ছিল বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী। মাঝে ইরাকে যুদ্ধবিগ্রহের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে। এখন তেল রফতানি করে দেশটি মাসে ৮ বিলিয়ন ডলার আয় করে। সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে রয়েছে।

ইরাকের বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানির আগ্রহের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী। বাংলাদেশ থেকে তারা আলুও আমদানি করতে চাইছেন।

আলু রফতানির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের আলু ইরাকে রফতানিতে কোনো সমস্যা নেই। দেশে রফতানি করার মতো পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে।

স্বল্প সময়েই দুই দেশের মধ্যে সবজির রফতানির প্রক্রিয়া শুরুর জন্য সমঝোতা স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি