চলতি বছরটা বাংলাদেশ দলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর। পুরুষ দলের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও ব্যস্ত সূচি রয়েছে এ বছর। সদ্যই শ্রীলঙ্কা সফর করে দেশে ফিরেছে টাইগ্রেসরা। এবার মিরপুরে প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে নিগার সুলতানা জ্যোতিরা।
সবশেষ ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে অবশেষে সেই বহুল প্রতিক্ষার অবসান হচ্ছে টাইগ্রেসদের।
আগামী জুন-জুলাই মাসে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে। যেখানে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে দুই দল। দ্বিপক্ষীয় এ সিরিজে তিন ম্যাচ করে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে তারা।
মূলত ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। সিরিজটি ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলায় খেলবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
এখন পর্যন্ত আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে দুইটি ম্যাচে হারলেও কোনো জয়ের দেখা না পায়নি নারী দল। তবে বাকি চার ম্যাচ বিভিন্ন কারণে পরিত্যক্ত বা খেলা মাঠে গড়ায়নি। এই ৬ ম্যাচে বাংলাদেশ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। সমানসংখ্যক ম্যাচে ভারত ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে।