১৯ এপ্রিল ২০২১ তারিখ ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে মওয়ার কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদী হতে আনুমানিক ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় নদীর পাড়ে থাকা ১০ টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পাওয়া যায়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকা সমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।