নাসীর উদ্দিন : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট বাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম।
শনিবার (২৯ মার্চ) সকালে এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।
তিনি আরও বলেন, মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাক্বওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
প্রিয় দেশ ও প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ এবং আমার নিজের পক্ষ থেকে দেশ ও প্রাবাসীদের সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও শান্তিতে থাকুন এই প্রত্যাশা করি। ঈদ মোবারক।