সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি রাকিবুল ইসলাম (তুহিন) সাংগঠনিক নিময়নীতির তোয়াক্কা না করে নিজ খেয়াল-খুশিমত রূপালী ব্যাংক মহিলা শাখা ডিসির মোড় রংপুর শাখার হিসাব নাম্বার ৪৪৯৯০১০০০৯০১’তে সারা দেশের সদস্যদের নিকট হতে বিভিন্ন অজুহাতে নেয়া ২০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঅভিযোগ মাঠ পর্যায়ে সত্যতা নিশ্চিত হওয়ায় সংগঠন তাকে নিয়মানুযায়ী বহিষ্কার করেছে।
এরপর ওই বহিষ্কৃত ডাক্তার তুহিন আবারো প্রতারণা করার ফাঁদ পেতে নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ভূয়া তথ্য উপাত্ত প্রচারে লিপ্ত থাকায়া সংগঠনের চেয়ারম্যান ডাক্তার আরএম রনি এক ভিডিও বার্তায় ও বিপিডিএ এর বর্তমান মহাসচিব (ভার) তুহিন কর্তৃক প্রতারণার শিকার ডাক্তার জিয়াউল হক সিদ্দিকী আমাদের সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি একেএম শামছুল হক কে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে প্রতিবাদ ও নিন্দা জানান এবং সেই সাথে বিপিডিএ এর সকল সদস্যদের সর্তকথাকার জন্য উদ্যাক্ত আহ্বান জানিয়েছেন। গত ২ মার্চ মঙ্গলবার বহিস্কৃত মহাসচিব ডাক্তার রাকিবুল ইসলাম তুহিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোটি কোটি টাকা নয় তার স্থলে ৭০ লাখ টাকা আত্মসাৎ করার স্বীকারোক্তি দেন।